অন্তবর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য কী, জানালেন নাহিদ ইসলাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ১১:২৮ পিএম
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
এই অন্তবর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হচ্ছে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা বলে মন্তব্য করেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করবো। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটাধিকার ফিরিয়ে আনতে এই সরকার কাজ করবে। তার আগে নির্বাচন কমিশন থেকে শুরু করে অন্যান্য কাঠামোর সংস্কার প্রয়োজন। না হলে বাংলাদেশের মানুষের অধিকার লঙ্ঘিত হবে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
আরো পড়ুন: সরকারের চ্যালেঞ্জ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ নজরুল
দেশের সর্ব কনিষ্ঠ এই উপদেষ্টা বলেন, যে প্রতিশ্রুতির ভিত্তিতে এটা বাস্তবায়ন হয়েছে। এটা বাস্তবায়ন করবো। যারা গুম খুন লুটপাটে জড়িত তাদের বিচার করা হবে। দ্রুত সময়ে আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনা হবে ও জন নিরাপত্ত্বা নিশ্চিত করা হবে। পাশাপাশি জনদুর্ভোগ দূর করা হবে। এই কাজগুলা সরকারের প্রথম কাজ হবে। আমরা বলেছিলাম রাষ্ট্র পুনর্গঠিত করা হবে। রাষ্ট্র সংস্কারের কাজটি আমাদের করতে হবে। পুরো বাংলাদেশকে নতুন করে আমাদের সাজাতে হবে। আমরা ছাত্রদের নিয়ে একটা নতুন বাংলাদেশ গড়বো।