ব্রেকিং |
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের জন্য প্রস্তুত ২৫ নতুন গাড়ি ও পতাকা
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে যাচ্ছে। তার জন্য মন্ত্রিপরিষদ বিভাগকে ২৫টি নতুন গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে।
সে অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সরকারি যানবাহন অধিদপ্তরের কাছে ২৫টি গাড়ি ও ড্রাইভার চাওয়া হয়েছে। ২৫টি পতাকাও সরবরাহের জন্য কার্যাদেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এছাড়া গাড়িচালকদের নাম ও নম্বর মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আজ রাত ৮টায় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে।
এর আগে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, ড. ইউনূ আজ দুপুরে দেশে এসে পৌঁছাবেন। আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা তিন বাহিনীর প্রধান ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। রাজনৈতিক দল, ছাত্রদের বিভিন্ন ফোরাম ও নাগরিক সমাজসহ আমরা সবাই ওনাকে সাহায্য করব। আশা করি, তিনি সবার সহযোগিতায় অত্যন্ত সফলভাবে ওনার দায়িত্ব সমাপ্ত করতে সক্ষম হবেন।
সংশ্লিষ্টরা বলেছেন, প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের শপথের পর তার পরিষদের উপদেষ্টাদের শপথ অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ১৭ থেকে ২০ জনের মতো সদস্য থাকতে পারেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।
এর আগে গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করেন দেশত্যাগ করেন শেখ হাসিনা। গত ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়।
জানতে চাইলে পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর গতকাল ভোরের কাগজকে বলেন, (আজ) বৃহস্পতিবার রাত ৮টায় নতুন সরকারের শপথ অনুষ্ঠানের চিঠি পেয়েছি। নতুন সরকারের উপদেষ্টাদের জন্য ২৫টি গাড়ি প্রস্তুত রাখতে বলা হয়েছে। পরিবহন পুল থেকে বরাদ্দ দেয়া গাড়িগুলো সকালেই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়ে দেয়া হবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্র-জনতার ঢল নামে। উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করার দাবি ওঠে।