×

জাতীয়

ঢাকায় ফিরলেন ড. ইউনূস, অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ রাতে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম

ঢাকায় ফিরলেন ড. ইউনূস, অন্তর্বর্তী সরকারের শপথগ্রহণ রাতে

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টার পর তাকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. উইনূসকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এর আগে বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।

বৃহস্পতিবার  রাত ৮ টায় শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের কথা রয়েছে। বুধবার বিকেল পৌনে ৬টার দিকে সেনাসদরে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনী প্রধান। এসময় সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন বলেও জানান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অন্তর্বর্তী সরকারের ১৫ জনের নামের একটি তালিকা তৈরি করেছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক হয়। বৈঠকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

সোমবার (৫ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও দেশত্যাগ করেন। এর পরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা ।

শেখ হাসিনার পদত্যাগের পর জাতির উদ্দেশে ভাষণ দেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙা নিয়ে মুখ খুললেন কঙ্গনা

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১০ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App