×

জাতীয়

দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৮:৩৩ পিএম

দেশের পথে ড. মুহাম্মদ ইউনূস

ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে দেশের পথে রওনা দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।  এই তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে বিশেষ নিরাপত্তা দিয়েছে ফ্রান্সের স্পেশাল ফোর্স।

বৃহস্পতিবার ( ৮ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে ড. ইউনূসের।  এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (৭ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে (জিএসটি +৬) দুবাই থেকে এমিরেটস ফ্লাইটে (ইকে-৫৮২) বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

এসময় ড. ইউনূসকে রিসিভ করবেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান।  এদিন বিকেলে সেনা সদরদপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে সেনাপ্রধান জানান, ড. ইউনূস দেশে পৌঁছার পর রাত ৮টায় শপথ অনুষ্ঠান হতে পারে।  সেখানে প্রায় ৪০০ জন সুশীল সমাজের লোকজন উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য সংখ্যা নিয়ে ওয়াকার উজ জামান বলেন, আমার ধারণা আপাতত ১৫ জন হতে পারে। পরে দুই-একজন যোগ হতে পারে। মোটামুটি একটা কাঠামো দাঁড়িয়ে গেছে। 

গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে জোর আলোচনা চলছিল। ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোর দাবির মুখে সংসদ ভেঙে দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। 

সেই সঙ্গে ড. ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এ প্রস্তাব করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজমের সমস্যা দূর করবে ঘরোয়া উপাদানে তৈরি বিশেষ চা

হজমের সমস্যা দূর করবে ঘরোয়া উপাদানে তৈরি বিশেষ চা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App