×

জাতীয়

শেখ হাসিনা যেখানে, যার সঙ্গে, যেমন আছেন

Icon

ডয়চে ভেলে

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৭:৪১ পিএম

শেখ হাসিনা যেখানে, যার সঙ্গে, যেমন আছেন

শেখ হাসিনা

ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। তার (জয়) দাবি, শেখ হাসিনার ভারত থেকে অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা নেই।

সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধু জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয়, সেটাই ছিল উনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো, তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই। তোমার এখনই বেরিয়ে যেতে হবে।

এদিকে কোটা আন্দোলন একপর্যায়ে গণআন্দোলনে রূপ নেয় এবং বেশ কয়েকশত প্রাণহানি হয়৷ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ নানান মহলের। তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।

আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই।

জয়ের ভাষ্যমতে, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো। তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি। আমরা এখানে সেটেলড। আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত।

শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এ রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি যোগ করেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন। আমার বোন উনার কাছে আছেন। আমার বোন-তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ।

জয় আরও বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য উনার বাবা জীবন দিয়েছেন, পুরো পরিবার জীবন হারিয়েছে। যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গ্রেপ্তার

শুনানিতে আইনজীবী: মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল

শুনানিতে আইনজীবী: মাহবুব আলীর কারণে সুমনের মতো বাটপার নির্বাচিত হয়েছিল

যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর

যেভাবে বাকের ভাই হয়ে উঠেন আসাদুজ্জামান নূর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App