×

জাতীয়

অন্তর্বর্তী সরকার: বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ০৬:০৫ পিএম

অন্তর্বর্তী সরকার: বাম প্রগতিশীলদের সঙ্গে আলোচনা না করায় গভীর উদ্বেগ

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা না করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

বুধবার (৭ আগস্ট) এক বিবৃতিতে দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনে বিলম্ব এবং অদ্যাবধি বাম প্রগতিশীলদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। অথচ দেশবাসীর সামনে বলা হয়েছে যে, সকল রাজনৈতিক দলের সঙ্গে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করা হয়েছে। কিন্তু বাম প্রগতিশীল দলের সঙ্গে কোনো আলোচনা না করার ফলে দেশবাসীর মধ্যে উৎকণ্ঠা ও শঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন: বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর নিয়ে যা বললেন ড. ইউনূস

বিবৃতিতে নেতারা বলেন, রাষ্ট্র জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুসহ জনগণের জান-মালের ওপর আঘাত হানা হচ্ছে। একইসঙ্গে নতুন করে দখলদারিত্ব ও লুটপাটের ঘটনা ঘটছে।

এমতাবস্থায় নেতারা অবিলম্বে রাষ্ট্রকে যথাযথ উদ্যোগ নিয়ে অতিসত্বর অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা এবং জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে কমিউনিস্ট পার্টির সদস্য, সমর্থক, বাম প্রগতিশীল শক্তিসহ স্থানীয় সচেতন, দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জান-মালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

বন্যার অজুহাতে মাছ-মাংসের বাজারে অস্বস্তি

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

সাগরে নিম্নচাপের সম্ভাবনা, বৃষ্টি বেড়ে কমতে পারে গরম

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

মমতাকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দিলেন গভর্নর

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

ইতিহাসের পাতায় নিউজিল্যান্ড-আফগানিস্তান টেস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App