×

জাতীয়

পুলিশ সদস্যদের দাবি বাস্তবায়নের চেষ্টা করবো: আইজিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:২৬ পিএম

পুলিশ সদস্যদের দাবি বাস্তবায়নের চেষ্টা করবো: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

পুলিশের সকল সদস্যদের দৃঢ মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি পুলিশ সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবি ও সমস্যার যৌক্তিক সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টার কথা জানান।  মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

আবদুল্লাহ আল মামুন বলেন, পুলিশের সদস্য ও বাহিনীর স্থাপনায় যেন আক্রমণ করা না হয় সেজন্য সকলকে আহ্বান জানাচ্ছি। আমি রাজনৈতিক ও ছাত্রনেতাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই।

আইজিপি আরো বলেন, পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। যে সকল সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন আইজিপি। 

এর আগে দুপুরে ঢাকার রমনায় পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় আইন-কানুন ও বিধি অনুযায়ী পুলিশ যাতে দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।

ব্রিফিংয়ে অ্যাডিশনাল আইজি শহীদুর রহমান বলেন, আমরা চাই পুলিশের যে আইন-কানুন ও বিধি আছে তার মধ্যে থেকে দ্রুত স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা, মানুষের সেবা দেয়া। পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব ফেলে সেটা সবার জানা আছে।

আরো পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল

উল্লেখ্য, এর আগে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা দেন, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

ভারত ও বাংলাদেশ সফরে আসছেন ডোনাল্ড লু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App