অন্তর্বর্তী সরকার: বঙ্গভবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের টিম
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৪, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত
বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রুপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ১৩ সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তিনবাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন।
মঙ্গলবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় প্রতিনিধিদল বঙ্গভবনে পৌঁছান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজীমউদ্দীন প্রতিনিধিদলের সঙ্গে রয়েছেন। আলোচনা শেষে বিস্তারিত জানাবো হবে।
১৩ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- সমন্বয়ক মো. নাহিদ ইসলাম, সারজিস আলম হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম, আবু বাকের মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠক মাহফুজ আব্দুল্লাহ, নাসির আব্দুল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি প্রমুখ।
আরো পড়ুন: সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল