×

জাতীয়

দিল্লিতে অবতরণ করেছেন শেখ হাসিনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম

দিল্লিতে অবতরণ করেছেন শেখ হাসিনা

শেখ হাসিনা

ভারতের দিল্লির কাছে আইএএফের হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করেছেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে সেখানে অবতরণ করেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ইন্ডিয়া টুডের লাইভে বলা হয়েছে, স্থানীয় সময় ৫টা ৩৬ মিনিটে গাজিয়াবাদে (উত্তরপ্রদেশ) সেনাবাহিনীর হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে বিমানটি। এ সময়ে তাকে স্বাগত জানান ভারতের সেনাবাহিনীর কর্মকর্তারা। সেখান থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

বার্তাসংস্থা বিসিবি জানিয়েছে, কয়েকদিন দিল্লিতে থাকবেন শেখ হাসিনা। এরপর লন্ডনে যাবেন কি না, তা নিশ্চিত না। 

এদিকে ভারতের গণমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন শেখ হাসিনা। অন্যদিকে শেখ হাসিনার বোন শেখ রেহানা ইংল্যান্ডের নাগরিক। তাই রাজনৈতিক আশ্রয়ের দরকার নেই তার।

এর আগে, শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। স্থানীয় সময় দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে উড্ডয়ন করেন শেখ হাসিনা। 

বার্তা সংস্থা এএফপি জানায়, গণভবন থেকে শেখ রেহানাকে নিয়ে নিরাপদ স্থানে চলে গেছেন শেখ হাসিনা। 

জানা গেছে, সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে যান তারা। সেখান থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ-ভারত সম্পর্কে অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখছে সীমান্ত হত্যা: পররাষ্ট্র উপদেষ্টা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে দুই মামলা

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় কেএনএ সদস্য আটক

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App