ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৭:১১ পিএম
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: সংগৃহীত
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবেন। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার বিক্ষোভের মুখে আজ (সোমবার) দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আরো পড়ুন: কারফিউ নিয়ে যা জানালেন সেনাপ্রধান
পরে বিকেল চারটার দিকে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেছেন, সংকটকালে দেশের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নিয়েছেন, একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
এরপর সন্ধ্যায় আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্র-শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সেনাপ্রধান আলোচনায় বসবেন।