×

জাতীয়

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর বিশ্ব গণমাধ্যমে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৬:২৪ পিএম

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর বিশ্ব গণমাধ্যমে

দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর তার বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন। সোমবার (৫ আগস্ট) এমন খবর জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম।

বিবিসির খবরে জানা যায়, শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পদত্যাগের পর তিনি নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন। এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোটবোন শেখ রেহানা।

আল জাজিরা বলেছে, একটি সামরিক হেলিকপ্টারে চেপে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরে তার সরকারি আবাস গণভবনে হাজারো মানুষ ঢুকে পড়ে।

এএফপির খবরে বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার দেশত্যাগের খবর প্রকাশিত হয়। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপদ আশ্রয়ের উদ্দেশে তিনি বাংলাদেশ ছেড়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এএফপি বলেছে, প্রধানমন্ত্রী গণভবন ত্যাগ করার পরেই হাজারো মানুষ গণভবনে ঢুকে পড়ে।

রয়টার্স বলেছে, শেখ হাসিনা তার প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন। একই সঙ্গে ছেড়ে গেছেন বাংলাদেশ।

পশ্চিমবঙ্গের বাংলা সংবাদপত্র আনন্দবাজার জানিয়েছে, শেখ হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন, গণভবন ছেড়েছেন। তাকে একটি সামরিক হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে পাঠানো হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলায় অবতরণ করে বলে নিশ্চিত করেছে সূত্রটি।

সূত্রের খবরে বলা হয়, এর আগে বাংলাদেশে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী হাসিনাকে সময় বেঁধে দেয়া হয় ইস্তফা দেয়ার জন্য। ৪৫ মিনিট সময় তাকে দেয়া হয়েছিল বলে দাবি করেছে একটি সূত্র। তবে অন্য একাধিক অসমর্থিত সূত্রের দাবি, পুরো বিষয়টিই হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনার করে। তার পরেই ‍শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

৫ আগস্ট গণভবনে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, জানালেন শেখ হাসিনা

৫ আগস্ট গণভবনে কেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, জানালেন শেখ হাসিনা

নতুন ফোনালাপ ফাঁস: এবারো বিস্ফোরক দাবি শেখ হাসিনার

নতুন ফোনালাপ ফাঁস: এবারো বিস্ফোরক দাবি শেখ হাসিনার

বিতর্কিত বিষয় নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চান না মোদি

বিতর্কিত বিষয় নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চান না মোদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App