আওয়ামী লীগের ধানমন্ডি ও ঢাকা জেলা কার্যালয়ে আগুন
কাগেজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যগ করে দেশ ছাড়ার পর আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। কার্যালয়টিতে আগুন দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।
সোমবার (৫ আগস্ট) বিকেল ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় পাশের গ্যাস সিলিন্ডারের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে।
রাজধানীর ধানমন্ডির ৩/এ-আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। অগ্নিকাণ্ডের পর তার শেখ হাসিনার বিপক্ষে এখন স্লোগান দিচ্ছেন।
প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার সেনাপ্রধান বলেন, এখন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সব হত্যার বিচার করা হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখুন। আপনারা আমার ওপর আস্থা রাখুন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করুন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না, সংঘাত থেকে বিরত হোন।