শাহবাগ অভিমুখে মানুষের ঢল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৪, ০৩:০৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকার সব এলাকা থেকে শাহবাগমুখি মানুষের ঢল নেমেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের দ্বিতীয় দিনে লংমার্চ ঢাকা কর্মসূচি পালন করা হচ্ছে।
ঢাকার প্রতিটি এলাকা থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে যাচ্ছেন শাহবাগের দিকে। সেখানে ইতোমধ্যে লাখো মানুষের জমায়েত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়ে ফার্মগেটের দিকে এগিয়ে আসছে।
কারফিউয়ের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আহূত মার্চ টু ঢাকা কর্মসূচির সমর্থনে রাজধানীর শাহবাগে জড়ো হতে শুরু করেছেন হাজারো ছাত্র-জনতা।
সোমবার (৫ আগস্ট) দুপুর ১টার দিকে আজিজ মার্কেট ও ইঞ্জিনিয়ার্স ইনস্টিউটের দিক থেকে কয়েক হাজার মানুষের ২টি বড় মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন।
লংমার্চের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একত্রিত হওয়া ছাত্র-জনতা ঢাকা অভিমুখে রওনা দিয়েছে। সোমবার দুপুর পৌনে ২টার দিকে তারা সাভার বাসস্ট্যান্ট এলাকায় পৌঁছায়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জনগণের উদ্দেশে বক্তব্য দেবেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সে সময় পর্যন্ত জনসাধারণকে ধৈর্য ধারণ করার অনুরোধ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে সোমবারের কর্মসূচি ঢাকা লংমার্চে অংশ নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একত্রিত হচ্ছে ছাত্র-জনতা। সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন তারা।
আরো পড়ুন: অনির্দিষ্টকালের জন্য দেশের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা সমন্বয়ক আব্দুর রশিদ জিতু জানান, কিছু সময় পর তারা সেখান থেকে ঢাকা অভিমুখে রওয়ানা হবেন।
অন্যদিকে বেলা ১১টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে।