×

জাতীয়

৫ পোশাক কারখানায় আগুন, নেভাতে পারছে না ফায়ার সার্ভিস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১১:০৩ পিএম

৫ পোশাক কারখানায় আগুন, নেভাতে পারছে না ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় পাঁচটি পোশাক কারখানায় আগুন দিয়েছে আন্দোলনকারীরা। তাদের বাধার মুখে তা নেভাতে পারছেন না ফায়ার সার্ভিসের সদস্যরা। রবিবার (৪ আগস্ট) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।

অগ্নিসংযোগ করা কারখানাগুলো হলো- জিরানী এলাকার হামিম গোডাউন, সিনহা টেক্সটাইল, বেক্সিমকো টেক্সটাইল, ডরিন টেক্সটাইল ও বেঙ্গল গ্রুপের কারখানা। এর মধ্যে কয়েকটি কারখানার আগুন নিভিয়েছেন স্থানীয়রা। তবে বেক্সিমকো ও বেঙ্গল গ্রুপের কারখানায় এখনো আগুন জ্বলছে। সেখানে যাওয়ার চেষ্টা করলে ফায়ার সার্ভিস কর্মীদের ফিরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার আবু সায়েম মাসুম বলেন, সংবাদ পেয়ে দুটি ইউনিট হামিমের গোডাউনে পাঠিয়েছিলাম। কিন্তু তাদের গাড়ি ফিরিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এছাড়া বাইপাইল মোড়ে আরএস টাওয়ারে অগ্নিসংযোগ করেছেন তারা।

ডপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার জুবায়েদ বলেন, জিরানী এলাকার সিনহা টেক্সটাইল, বেক্সিমকো, ডরেন ও জিরাবো এলাকায় হামিম গার্মেন্টসের গোডাউনে অগ্নিসংযোগ ঘটেছে। সিনহা টেক্সটাইলে যাওয়ার পথে আমাদের গাড়ি ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। ফায়ার সার্ভিসের এক সদস্যকে মারধর করেছে তারা। পুলিশের নিরাপত্তা ছাড়া সেখানে কাজ করা সম্ভব নয়। 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার প্রণব চৌধুরী বলেন, আমাদের কাছে একটির পর একটি অগ্নিকাণ্ডের খবর এসেছে। কিন্তু আমরা কোথাও যেতে পারিনি। রাস্তায় আন্দোলনকারীরা বাধা দিয়েছে। এখনো বেঙ্গল ও বেক্সিমকো গ্রুপের কারখানায় আগুন জ্বলছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, দোকানপাট ও কারখানায় লুটপাট- অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। আশুলিয়া থানা, পুলিশ ফাঁড়ি, ট্রাফিক বক্স এবং আমাদের লাইনে হামলা করেছে তারা। আমরা কোনো কিছুই করতে পারছি না।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App