×

জাতীয়

বিশ্ববিদ্যালয়ের ভিসি-শিক্ষক-কলেজ অধ্যক্ষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যা আলোচনা হলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১১:৪৯ পিএম

বিশ্ববিদ্যালয়ের ভিসি-শিক্ষক-কলেজ অধ্যক্ষদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, যা আলোচনা হলো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে একতাবদ্ধ হয়েছেন শিক্ষকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এমন প্রত্যয় ব্যক্ত করেন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক ও কলেজের অধ্যক্ষ। শনিবার (৩ আগস্ট) রাত ৮ টার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক বসেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এ তথ্য ভোরের কাগজকে নিশ্চিত করে। 

এর আগে সকালে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ঠেকাতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না। এসময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা ‘প্রত্যয়’ও বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, বিএসএমএমইউ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আইইউটি, লেদার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউ ল্যাব, নর্দান ইউনিভার্সিটি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও শহীদ সরোয়ার্দী মেডিক্যাল কলেজের উপচার্যরা (ভিসি)। এছাড়া উপস্থিত ছিলেন ড. আরেফিন সিদ্দিকী, ড. আজাদ চৌধুরী, ড. আক্তারুজ্জামান ও  শিক্ষক সমিতির সভাপতি ও  সেক্রেটারি।

এছাড়া সিটি কলেজ, উত্তরা মডেল কলেজ, আদমজী কলেজ, ঢাকা পলিটেকনিক্যাল, বদরুন্নেসাসহ কলেজ, ইডেন কলেজ, ঢাকা কলেজ, কাজী নজরুল কলেজ, বাংলা কলেজ, বিজ্ঞান কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, নিউ মডেল কলেজ, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রিয় কলেজ, সেন্ট জোসেফ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মাইলস্টোন কলেজ, ঢাকা মেডিক্যাল কলেজ, শ্যামলী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- অসহযোগ আন্দোলন: কী কী করা যাবে না

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App