পদত্যাগের প্রশ্নে যে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ১১:২৫ পিএম
পদত্যাগের প্রশ্নে যে জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী মনে করলে পদত্যাগ করবেন বলে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শনিবার (৩ আগস্ট) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর পদত্যাগের দাবি ছিল। পরিস্থিতি যেখানে গিয়ে পৌঁছেছে। একটা ভালো পরিস্থিতি তৈরি করার জন্য হলেও আপনিসহ অন্যদের সেই ত্যাগ শিকারের (পদত্যাগের) সুযোগ আছে কি না। আপনারা মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রয়োজন হলে, এ রকম যদি কোন সিচুয়েশন আসে, প্রধানমন্ত্রী যদি মনে করেন, আমরা তো সব সময় দেশের জন্য কাজ করি। আমরা সেটা করবো, যদি প্রধানমন্ত্রী সেটা মনে করেন।’
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারফিউ সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিলের ঘোষণা দেন। একই সঙ্গে বলেন, যেহেতু আন্দোলনকারীদের সব দাবি মেনে নেয়া হয়েছে সুতরাং অসহযোগিতা আন্দোলনের কর্মসূচি তুলে নেয়া উচিত বলে মনে করেন তিনি।
তিনি বলেন, আমরা কোটা আন্দোলনকারীদের সব দাবি মেনে নিয়েছি। এখন সময় এসেছে ছাত্রদের দাবি যেহেতু অবশিষ্ট নেই আমরা আশা করি স্ব স্ব ক্ষেত্রে চলে যাবেন। তারা যেন লেখাপড়ায় ফিরে যান। যেহেতু তাদের সব দাবি মেনে নেয়া হয়েছে,” রাতে সচিবালয়ে প্রেস ব্রিফিং এ বলছিলেন তিনি।
অসহযোগ আন্দোলন কর্মসূচি নিয়ে প্রস্তুতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশের জনগণ যদি আন্দোলনে যুক্ত হয় হবে, সেটা আমরা নস্যাৎ করতে চাই না।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী দাবি করেন এবারের সহিংসতায় কোন শিশু মারা যায়নি এবং গুলির অনেকগুলো আলামত সংগ্রহ করে তারা দেখেছেন যে সেগুলো পুলিশের গুলি নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জোড় দিয়ে বলেন, ‘এই আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। চরম ধৈর্য সহকারে এই আন্দোলনের শুরু থেকেই পুলিশ মোকাবেলা করে আসছে।
তাহলে কাদের গুলিতে মারা গেছে, জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, আপনার জানা উচিত, মাননীয় সাংবাদিক, আমাদের কাছে যেগুলির ইয়েগুলি পেয়েছি, এর অনেকগুলো পুলিশের রাইফেলের গুলি নয়। পুলিশ এগুলো ইউজ করে না। যুবলীগের নেতা দেখেছেন, তারা বাধা দিতে গেছে, গুলি করতে যায়নি। আপনি নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছেন, আওয়ামী লীগের নেতা কয়জন মারা গেছে, তাহলে সেটা জিজ্ঞেস না করে উল্টোটা জিজ্ঞেস করলেন?
তবে ইউনিসেফের হিসেব বলছে ভিন্ন কথা। গত কয়েকদিনের সংঘর্ষে ৩২ শিশু নিহত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সবকিছুর পরেও কোন দাবি থাকলে প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে। তাদের কিছু বলার থাকলে বলতে পারে। এইচএসসি পরীক্ষার্থী যাদের আটক করা হয়েছিলো শনিবার পর্যন্ত তাদের ১৩৪ জনকে জামিন দেয়া হয়েছে। যেসব ছাত্রকে আটক করা হয়েছে তাদের ছেড়ে দিচ্ছি। তবে সুনির্দিষ্ট বিষয় যেমন যাত্রাবাড়ীতে মেরে ঝুলিয়ে রেখেছিলো- এমন ঘটনাগুলো ছাড়া বাকীদের জামিনে ছেড়ে দেয়া হচ্ছে।