শহীদ মিনারে জনসমুদ্র, চলছে স্লোগান
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০৪:২৮ পিএম
ছবি: ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভকারীরা জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। এতে ঢল নেমেছে হাজারো মানুষের। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিয়েছেন।
শনিবার (৩ আগস্ট) বেলা আড়াইটার পর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসতে শুরু করেন আন্দোলনকারীরা। তিনটার পরে শহীদ মিনার জনসমুদ্রে রূপ নেয়।
এসময় আন্দোলনকারীরা ‘আমার ভাই মরলো কেন? জবাব চাই জবাব চাই’; ‘বিচার চাই বিচার চাই, আমার ভাই হত্যার বিচার চাই’; ‘দিয়েছিতো রক্ত আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’; ‘তোর কোটা তুই নে, আমার ভাই ফিরিয়ে দে’; ‘উই ওয়ান্ট জাস্টিস’; ‘দালালি না রাজপথ?, রাজপথ রাজপথ’; ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’; ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’; ‘এক দুই তিন চার, শেখ হাসিনা স্বৈরাচার’- প্রভৃতি স্লোগান দেন।
আরো পড়ুন: আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা
এসময় আন্দোলনকারীরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের আক্রমণ ও গুলি চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে শুক্রবার ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়াও শহীদ মিনারে বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এ বিষয়ে শনিবার এক বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আজকে কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে কেন্দ্রীয় সমন্বয়ক টিমের সর্বোচ্চ উপস্থিতি থাকবে।