ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ আন্দোলনকারীদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৪, ০২:৩১ পিএম
ছবি: ভোরের কাগজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফের সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে মোড়ে ধীরে ধীরে জড়ো হতে থাকেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা’ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত’, ‘জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো’, 'এক দুই তিন চার, শেখ হাসিনা স্বৈরাচার' প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারীদের উপস্থিতির পাশাপাশি সায়েন্স ল্যাব মোড়ে সকাল থেকে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। তবে এসময় পুলিশ কাউকে বাধা দেননি বলে জানান আন্দোলনকারীরা।
আরো পড়ুন: গণভবনের দরজা খোলা: প্রধানমন্ত্রী
এ বিষয়ে আন্দোলনকারীরা বলেন, আমরা এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতে এসেছি। আমরা বিশ্বাস করি, পুলিশ আমাদের ওপর আক্রমণ করবে না।
সায়েন্সল্যাব মোড় অবরোধ করায় ল্যাবএইড-নীলক্ষেত ও শাহবাগ থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তবে বাকি রাস্তাগুলোতে সীমিতভাবে যান চলতে দেখা গেছে।
দুপুর সোয়া দুইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান করছেন। জানা যায়, বিকেল তিনটায় জাতীয় শহিদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিবে বিক্ষোভকারী এই শিক্ষার্থীরা।