×

জাতীয়

অনুসন্ধানের মধ্যেই বেনজির ও তার স্ত্রী-সন্তানদের অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা লেনদেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ১১:০৪ পিএম

অনুসন্ধানের মধ্যেই বেনজির ও তার স্ত্রী-সন্তানদের অ্যাকাউন্টে কোটি-কোটি টাকা লেনদেন

ছবি: সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এবং তার স্ত্রী ও মেয়েদের সম্পদ নিয়ে অনুসন্ধানের মধ্যেই ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। দ্রুততম সময়ে সন্দেহজনক লেনদেনের মাধ্যমে প্রায় ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এ ছাড়া তাদের নামে ৪৩ কোটি টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধানের অগ্রগতিবিষয়ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদনে এই তথ্য এসেছে।  

রবিবার (২৮ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হলফনামা আকারে প্রতিবেদনটি জমা দেয়া হয়েছে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

তিনি বলেন, বিষয়টি সোমবার (২৯ জুলাই) কার্যতালিকায় এলে শুনানি হতে পারে। বেনজীর আহমেদ, তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য প্রাথমিক অনুসন্ধানে এসেছে।    

সন্দেহজনক লেনদেনের মাধ্যমে গত ২৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চারটি তারিখে বিভিন্ন হিসাব থেকে অর্থ উত্তোলনের একটি ছক ও সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে দুদকের অগ্রগতি প্রতিবেদনে। তথ্য পর্যালোচনায় দেখা যায়, বেনজীরসহ অভিযোগ সংশ্লিষ্টদের এই সময়ে উত্তোলন করা অর্থের পরিমাণ প্রায় ১৩ কোটি টাকা। অগ্রগতি প্রতিবেদন অনুসারে, বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ের নামে ৪৩ কোটি টাকার বেশি মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর–অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়।

বেনজীর আহমেদ ও তার পরিবারের বিপুল সম্পত্তি অর্জনের বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় গত মার্চ ও এপ্রিলে। প্রতিবেদনে আসা অভিযোগ অনুসন্ধানের জন্য গত ৪ এপ্রিল দুদকে আবেদন করেন আইনজীবী মো. সালাহ উদ্দিন। পরে এ বিষয়ে দুদকের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ২১ এপ্রিল রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৩ এপ্রিল আদেশ দেন হাইকোর্ট। বেনজীর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অগ্রগতি জানিয়ে দুই মাস পর হলফনামা আকারে দুদককে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এর ধারাবাহিকতায় হলফনামা আকারে প্রতিবেদন জমা দেয়া হয় বলে জানান দুদকের আইনজীবী।  

সম্পদ অনুসন্ধান চলার মধ্যেই বেনজীর আহমেদ গত ৪ মে সপরিবার দেশ ছাড়েন। তিনি ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি এবং এর আগে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের এপ্রিল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

টাইমলাইন: বেনজীরের নজিরবিহীন কাণ্ড

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হজমের সমস্যা দূর করবে ঘরোয়া উপাদানে তৈরি বিশেষ চা

হজমের সমস্যা দূর করবে ঘরোয়া উপাদানে তৈরি বিশেষ চা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৩৫ ফিলিস্তিনি নিহত

শাহরিয়ার কবির গ্রেপ্তার

শাহরিয়ার কবির গ্রেপ্তার

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৬ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App