কোটা সংস্কার আন্দোলন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৮:২২ পিএম
ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকে ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ লেখা সম্বলিত পোস্ট লাগিয়ে দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পাশাপাশি সেখানে ‘ফাঁসির মঞ্চে ঝুলছে কে? গণতন্ত্র’, ‘পনেরোর হায় না’ লেখা পোস্টারও দেখা গেছে।
বুধবার (১৭ জুলাই) বিকেলে আন্দোলনকারীদের জবির প্রধান ফটকের সামনে এসব পোস্টার টাঙাতে দেখা যায় ।
ওই পোস্টারে লেখা হয়েছে, ‘ক্যাম্পাসে ছাত্রলীগ প্রবেশ নিষেধ’; আদেশক্রমে- সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এর আগে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মূল ফটকেও ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ’ লেখা পোস্টার সাঁটানো হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় জাবির প্রধান ফটকে ওই পোস্টার সাঁটানো হয়। পোস্টারে লেখা ছিল, ‘ছাত্রলীগ প্রবেশ নিষেধ, আদেশক্রমে ছাত্রসমাজ’।
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে মঙ্গলবার (১৬ জুলাই) রংপুর, চট্টগ্রাম ও ঢাকায় ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় ২ জন ও রংপুরে ১জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন ।
সোমবার (১৫ জুলাই) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারে পরের দিন সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
উভয়পক্ষের পাল্টাপাল্টি ঘোষণার জেরে ১৬ জুলাই সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করে। বেলা বাড়ার সঙ্গে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থান নেন। সতর্ক অবস্থান নেয় পুলিশও। তাতেই সংঘর্ষ বাঁধে।