প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে শিক্ষার্থী হত্যায় ইআরডিএফবির নিন্দা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০৫:২৭ পিএম
প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত করে শিক্ষার্থী হত্যায় ইআরডিএফবির নিন্দা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে বিকৃত করে ‘কোটা’ আন্দোলনকে রাজনীতিকরণ করে শিক্ষার্থীদের হত্যা, তাদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছেন জানিয়েছে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম অব বাংলাদেশ (ইআরডিএফবি)।
বুধবার এক বিবৃতিতে ইআরডিএফবি সভাপতি প্রফেসর ড সাজ্জাদ হোসেন বলেন, আমরা ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। আন্দোলনকারীরা আমাদেরই সন্তান, এদেশের সন্তান। যে কোন বিষয়ে বিতর্ক, আন্দোলন ও সমস্যা যাই থাকুক না কেন, একটি মৃত্যুও কাম্য নয়। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের মৃত্যু একটি পরিবার শুধু নয় সমাজ ও রাষ্ট্রের জন্য ক্ষতি।
কোটা সংস্কার আন্দোলনকারীদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টোরিয়াল বডির ৫ শিক্ষক আহত হয়েছেন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে প্রফেসর সাজ্জাদ আরো বলেন, আমাদের শিক্ষকদের গর্ব আমাদের ছাত্রছাত্রীরাই। শিক্ষক ও ছাত্রদের সম্পর্ক অত্যন্ত সুমধুর। শিক্ষকদের ওপর এই ন্যক্কারজনক হামলা কোন ছাত্রের কাজ হতে পারে বলে বিশ্বাস করে না ইআরডিএফবি।
বিবৃতিতে উল্লেখ করা হয় আমাদের রয়েছে গৌরবময় ছাত্র আন্দোলনের ইতিহাস। ৫২'র ভাষা আন্দোলনে ছাত্রদের রক্ত দিয়েই রচিত হয়েছে আমাদের মুখের ভাষা, মায়ের ভাষা, বাংলা ভাষা। কোটা সংস্কার যৌক্তিক বিষয়- এটি সরকার বা ছাত্রলীগ কেউ অস্বীকার করেনি। তাহলে কেন এই রক্তপাত? কেন এই নির্মম হামলা? কেন ছাত্রছাত্রীরা অন্যের ষড়যন্ত্রে শিকার হয়ে জীবন দিচ্ছে?
ইআরডিএফবি মনে করে বঙ্গবন্ধুকন্যার প্রতি আস্থাহীনতা নতুন ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো ন্যায্য দাবির প্রতি সহানুভূতিশীল। যিনি কোটা বাতিল করতে পারেন, তিনি কি সংস্কার করতে পারেন না? এই আত্মবিশ্বাসটুকু আমাদের থাকা উচিত বলে ইআরডিএফবি মনে করে। পাশাপাশি কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থীদের হত্যার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানায় সংগঠনটি।
শিক্ষার্থীরা কোনো উস্কানিতে সাড়া না দিয়ে অবিলম্বে সহিংসতার পথ পরিহার করে তাদের মেধা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে মনোনিবেশ করবে বলে আশা প্রকাশ করে ইআরডিএফবি।