মানসিকভাবে অসুস্থ গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৪:৫১ পিএম
মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানসিকভাবে অসুস্থ একটি গোষ্ঠী চীন-ভারত সফর নিয়ে গুজব ছড়াচ্ছে। রবিবার (১৪ জুলাই) গণভবনে সাম্প্রতিক চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
চীন থেকে কিছুই অর্জন হয়নি, এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, মানসিক অসুস্থতা ছাড়া এ ধরনের কথা কেউ বলতে পারেন না। এদের জন্য করুণাই হয়। এরা আগে বলেছেন ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছি। ওই চুক্তি করে এসেছি।
শেখ হাসিনা বলেন, আমার মেয়েকে চীনের স্বাস্থ্য বিভাগ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে, সে অসুস্থ ছিল। আমার ১১ তারিখ দেশে ফিরে আসার কথা ছিল, ১১ তারিখই এসেছি। কয়েক ঘণ্টা আগে, এটুকুই পার্থক্য। এর আগেও অন্য দেশ থেকে এসেছি।
তিনি বলেন, ভারতের পত্রিকা কি লিখেছে তা নিয়ে আমার মাথাব্যথা নেই। কিন্তু যারা ভারতের কথা শুনতে পারে না, অথচ পত্রিকার কথা বিশ্বাস করে, এদের চিহ্নিত করা প্রয়োজন। চোখ থাকতে এরা অন্ধ, কান থাকতে বধির।
আরো পড়ুন: বাংলাদেশকে সুদমুক্ত ঋণ দেবে চীন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলী, তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্র মন্ত্রী হাছান মাহমুদ, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য শেখ সেলিম এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।