দাবি মেনে নিতে সরকারকে শিক্ষার্থীদের আলটিমেটাম
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ০৪:১৯ পিএম
ছবি: ভোরের কাগজ
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল। কোটা আন্দোলনে শিক্ষার্থীদের দাবি মেনে নিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন কোটা আন্দোলনকারীরা।
রবিবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে প্রবেশ করে রাষ্ট্রপতি কার্যালয়ে ২০ মিনিট অবস্থানের পর ফিরে এসে গণমাধ্যমকে এ কথা জানায় প্রতিনিধিদলটি।
বঙ্গভবন থেকে ফিরে এসে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, আইন বিভাগের মাধ্যমে যথাযথ আইনের মাধ্যমে এই কোটা সংস্কার করতে হবে। সরকার প্রথম থেকে হস্তক্ষেপ করলে আন্দোলন এতদূর আসতো না। সরকার যেহেতু হস্তক্ষেপ করে নাই তাই দেশে সর্বোচ্চ অভিবাভক রাষ্ট্রপতির কাছে এসেছি। আমরা চাই আগামী ২৪ ঘন্টার মধ্য আমাদের দাবি মেনে নিয়ে সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের দাবি মেনে নিবো। আমরা ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করে দৃশ্যমান কোন অগ্রগতি না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।
আরো পড়ুন: রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দিলেন আন্দোলনকারীরা
শাহবাগ থানায় মামলার বিষয়ে নাহিদ বলেন, অজ্ঞাতনামা মামালা দেওয়া হয়েছে। এ মামলা প্রত্যাহার করতে হবে। এজন্য আমরা ২৪ ঘন্টা অপেক্ষা করব। অন্যথায় আমরা কঠোর থেকে কঠোরতম কর্মসূচি নিতে বাধ্য হব।
এসময় আন্দোলনকারীদের আরেক সমন্বয়ক শারজিস আলম বলেন, মহামান্য রাষ্ট্রপতির কাছে গিয়েছি, আমাদের স্মারকলিপি মহামান্য রাষ্ট্রপতির সচিব গ্রহণ করছে। আমাদের এক দফা দাবির বিষয়ে আমরা স্মারকলিপিতে উল্লেখ করেছি। তিনি (সচিব) মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। আমরা আশা করব, মহামান্য রাষ্ট্রপতি প্রয়োজনীয় যথাযথ উদ্যোগ নেবেন।
তিনি আরো বলেন, আমরা সামরিক সচিবকে বলেছি ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য ৫ শতাংশ কোটা বহাল রেখে বাকি কোটা বাতিল করতে হবে। আমরা আশা করছি রাষ্ট্রপতি বিষয়টি আমলে নিয়ে সিদ্ধান্ত নিবেন।
ব্রিফিং শেষে দুপুর সাড়ে তিনটায় গুলিস্তান মোড় থেকে আন্দোলনকারীরা যার যার গন্তব্যে ফিরে যান। এরপর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।