কোটা আন্দোলন নিয়ে যা বললেন তথ্যপ্রতিমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৮:০০ পিএম
ছবি: ভোরের কাগজ
- রাস্তায় আন্দোলন করে হাইকোর্টের আদেশ পরিবর্তনের কোনো সুযোগ নেই
কোটা নিয়ে আন্দোলনকারীরা দফায় দফায় কেন তাদের দাবি পরিবর্তন করছে এমন প্রশ্ন রেখে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, কোটা নিয়ে আন্দোলনকারীরা বারবার তাদের দাবি পরিবর্তন করছে। আমরা সবাই জানি রাষ্ট্রের তিনটি অঙ্গ আছে। নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইন সভা। এ তিনটি অঙ্গের কাজ সম্পর্কে ধারণা না থাকলে বিভ্রান্তি তৈরি হয়। আন্দোলনকারীরা বারবার দাবি পরিবর্তন করছে একেকবার রাষ্ট্রের একেক অঙ্গের কাছ থেকে তারা দাবি জানাচ্ছে, মনে হচ্ছে তাদের সম্যক ধারণার কিছুটা অভাব আছে।
শনিবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমসমায়িক বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রথমে আন্দোলনকারীদের দাবি ছিল, হাইকোর্ট বিভাগ সরকারের জারি করা যে পরিপত্র বাতিল করেছে, সেটি পুনর্বহাল করতে হবে। এই পুনর্বহালের ক্ষমতা শুধু বিচার বিভাগেরই আছে। কাজেই ধরে নেয়া যায়, তাদের দাবি ছিল হাইকোর্টের কাছে। কিন্তু রাস্তায় আন্দোলন করে হাইকোর্টের আদেশ পরিবর্তনের কোনো সুযোগ নেই। এটি পরিবর্তন করতে হলে সর্বোচ্চ আদালতে যেতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে যখন সরকারপক্ষ আপীল করে আইনী লড়াই শুরু করল তখন সরকার ও আন্দোলনকারীদের অবস্থান একই হয়ে গেলো। আন্দোলনকারীরা আইনজীবী নিয়োগ করে রাষ্ট্রপক্ষের সঙ্গে পক্ষভুক্ত হলো। এখন তারা দাবি পরিবর্তন করে সরকারকে কমিশন গঠন করতে বলেন। সরকার যখন আইনি প্রক্রিয়ায় ঢুকে গেছে তখন কোটা সংস্কার বা সংস্কারের ঘোষণা দেয়ার কোনো সুযোগ নেই। যেটা অসাংবিধানিক হবে। কিন্তু তারা সেই অসাংবিধানিক দাবি শুরু করলো। এরমধ্যে সরকার পক্ষের আইনজীবীরা সুপ্রিমকোর্ট থেকে চার সপ্তাহের জন্য স্থিতাবস্থা নিয়ে আসে। এরফলে কোটা বিষয়ে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র আবার পুনর্বহাল হয়ে গেছে। এখন সর্বোচ্চ আদালত আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছে তাদের বক্তব্য পেশ করতে আদালতের দরজা সবসময় খোলা আছে।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রের নির্বাহী বিভাগ আদালতে আইনি প্রক্রিয়ায় যখন মিমাংসার পথে হাঁটছে তখন আন্দোলনকারীরা আবার দাবি পরিবর্তন করে বলা শুরু করল, বিচারবিভাগ নয়, নির্বাহী বিভাগের মাধ্যমে সমাধান চায়। অথচ সর্বোচ্চ আদালতের প্রক্রিয়া পুরোপুরি শেষ না করে সরকার এ বিষয়ে কিছুই করতে পারবে না।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোটা বিষয়ে মূলত সিদ্ধান্ত নেয়া হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগ থেকে, আদালত কিংবা সংসদের বিষয় নয় এটি। হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায়ে সরকারকে কোটা সংস্কারের পরামর্শ দিয়েছে। তখন আবার তারা দাবি পরিবর্তন করে বলছেন সংসদের জরুরী বৈঠক ডেকে আইন করতে হবে।
তিনি আরো বলেন, প্রথমে আদালতের কাছে দাবি, তারপর নির্বাহী বিভাগের কাছে দাবি, তারপর এখন সংসদের কাছে দাবি। অথচ সংসদের কাজ এটি নয়। সরকার পক্ষের আইনজীবীরা সর্বোচ্চ আদালতে তাদের যুক্তি উপস্থাপনেও এ বিষয়টি এনেছেন। আরো জোরালোভাবে আনবেন যে কোটা বিষয়ে নীতি বা পলিসি সিদ্ধান্ত নির্বাহী বিভাগেরই কাজ, এটি আদালতের নয়। কাজেই সংসদে এ বিষয়ে আইন প্রণয়নের দাবি একেবারেই অজ্ঞতাপ্রসূত। আমাদের প্রশ্ন, আন্দোলনকারীদের দাবি বারবার পরিবর্তন হচ্ছে কেন?
তথ্য প্রতিমন্ত্রী আরো বলেন, আপীল বিভাগের মাধ্যমে আন্দোলনকারীদের প্রাথমিক দাবি পূরণ হয়েছে। সরকারও সেটা চায়। এরপরেও বারবার দাবি পরিবর্তন করে বিভ্রান্তি তৈরি করে আন্দোলনের নামে জনদুর্ভোগ তৈরি করছে তারা আসলে কোটা সংস্কার চায় না, তাদের অন্য কোনো দুরভিসন্ধি আছে। তিনি বলেন, একটি স্লোগান দেয়া হচ্ছে, মেধা না কোটা, কোটা না মেধা, মেধা, মেধা। স্লোগানটি খুবই যৌক্তিক। আমি এ স্লোগানের পক্ষে। অবশ্যই মেধা। কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কোটায় নিয়োগের ক্ষেত্রেও মেধাবীদের বিবেচনা করা হচ্ছে। একটা পর্যায় পর্যন্ত মেধার মাধ্যমে বাছাই করা হচ্ছে। কোটার বিপক্ষে যখন মেধাকে দাঁড় করিয়ে দেয়া হচ্ছে, এটি অসত্য বলা হচ্ছে কারণ কোটার সুবিধা পাওয়ার জন্য মেধাতালিকায় যেতে হচ্ছে। যে কারণে পৃথিবীর সবদেশেই কোটা ব্যবস্থা আছে।