×

জাতীয়

মতিঝিলে মন্দিরের ২০০ কোটি টাকার জমি দখলমুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৬:৪১ পিএম

মতিঝিলে মন্দিরের ২০০ কোটি টাকার জমি দখলমুক্ত

ছবি: ভোরের কাগজ

রাজধানীর মতিঝিলে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ জিউ মন্দির বিগ্রহের আনুমানিক ২০০ কোটি টাকার প্রায় ৩০ শতাংশ দেবোত্তর সম্পত্তি দখলমুক্ত করেছে ঢাকা জেলা প্রশাসন।

শনিবার (১৩ জুলাই) সকালে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে মতিঝিল রাজস্ব সার্কেলের সহকারি ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আবেদনের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

সহকারি ভূমি কমিশনার মাহামুদুল হাসান জানান, মতিঝিলে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের ৩০ শতাংশ দেবোত্তর সম্পত্তি বেদখল করে রেখেছিল। ঢাকার জেলা প্রশাসকের নির্দেশে এই সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন: দেশের স্বাধীনতা হুমকির মুখে

তিনি বলেন, কিছুদিন আগে এখানে আনসার ক্যাম্প ছিল। সেটি সরানোর পর প্রভাবশালী একটি মহল ক্রয়সূত্রে মালিকের ভুয়া কাগজপত্র দেখিয়ে জায়গাটি দখল করে নেয়। পরে বিষয়টি মন্দির কমিটির নজরে আসলে এ আবেদন করা হয়। তদন্তে বিষয়টি প্রমাণিত হওয়ায় এই উদ্ধার অভিযান চালানো হয়েছে। দখলমুক্ত এ সম্পত্তি পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেয়া হবে।

এ বিষয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গা অবৈধ দখলদারদের হাতে ছিল। আমরা ঢাকার জেলা প্রশাসকের কাছে আমাদের সম্পত্তি ফিরে পাওয়ার জন্য আবেদন করেছি। পরে তিনি (ডিসি) এসিল্যান্ডের মাধ্যমে তদন্ত করেছেন যে, এটি দেবোত্তর সম্পত্তি কিনা? তদন্ত শেষে সত্যতা পাওয়ায় তারা এটি হিন্দু ধর্ম কল্যাণ ট্রাস্টকে বুঝিয়ে দেয়ার জন্য সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, আমরা এখানে একটি মন্দির নির্মাণ করবো। আগেও এখানে মন্দির ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যে কারণে দেবকে চান চয়নিকা

যে কারণে দেবকে চান চয়নিকা

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চেন্নাই টেস্ট টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App