×

জাতীয়

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলার সুযোগ নেই: ডিএমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ০৪:৩৫ পিএম

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলার সুযোগ নেই: ডিএমপি

প্রধান সড়কে ব্যাটারিচালিত রিকশা চলার সুযোগ নেই। ছবি: সংগৃহীত

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলের এরিয়া নির্ধারণে কাজ করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ। শনিবার (১৩ জুলাই) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান অটোরিকশা চলাচলের বিষয়ে ডিএমপির পরিকল্পনার কথা জানান।

মেহেদি হাসান বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে বাধা না দেয়ার নির্দেশনা দিয়েছেন। আর এর পরপরই ব্যাটারিচালিত রিকশা চালকরা কোনকিছুর তোয়াক্কা না করে মূল সড়কে রিকশা নিয়ে প্রবেশ করছে। কিন্তু মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিয়ে প্রকৃতপক্ষে চলাচলের কোনো সুযোগ নেই।

তিনি আরো বলেন, মিরপুর রোড, ভিআইপি রোড, প্রগতি সরণিতে অটোরিকশা ও ব্যাটারিচালিত কোনো যানবাহন বা কম গতির কোন যানবাহন চলবে না। এক্ষেত্রে সমন্বয়ের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে।

আরো পড়ুন: ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে ভালো আলোচনা হয়েছে

মতিঝিলে সড়ক ভাড়া দেয়া এবং ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে ঢাকার অনেক ফুটপাতই দখলমুক্ত করেছি। তবে কিছু যায়গায় ফুটপাত দখলমুক্ত করার পরেও আবার দখল হয়ে গেছে। সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। আমরা খবর পেলেই ব্যবস্থা নিচ্ছি। মতিঝিলে সড়ক ভাড়া দেয়ার ব্যাপারে তিনি বলেন, এটা সিটি কর্পোরেশন অনেক আগে থেকেই করছে। যেসব সড়ক কম ব্যবহৃত হয় সেসব সড়কে পার্কিংয়ের জন্য অফিস আওয়ারে ভাড়া দেয়া হচ্ছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে যা বললেন আইন উপদেষ্টা

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App