×

জাতীয়

প্রধানমন্ত্রীর ডিপিএসের ছবি দিয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৪, ১১:৫৩ পিএম

প্রধানমন্ত্রীর ডিপিএসের ছবি দিয়ে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার দিয়ে ফেসবুকে অ্যাকাউন্ট। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব (ডিপিএস) এমএম ইমরুল কায়েসের ছবি ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেয়া হচ্ছে। 

শুক্রবার (১২ জুলাই) বিষয়টি নজরে এলে সবাইকে সতর্ক করার জন্য ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন ডেপুটি প্রেস সচিব ইমরুল কায়েস। তিনি লেখেন, আমার ছবি ব্যবহার করে ফেক আইডি খোলা হয়েছে, সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামে খোলা ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন সরবরাহের প্রলোভন দেয়া হচ্ছে। ওই ভুয়া অ্যাকাউন্টধারীর একটি পোস্টের স্ক্রিনশটও নিজের ফেসবুকে দিয়েছেন ইমরুল কায়েস।

ইঞ্জিনিয়ার নাজমুল সরকার নামের ওই এঅ্যাকাউন্টের একটি পোস্টে লেখা হয়েছে, ১৩ জুলাই অনুষ্ঠিত ১৮তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের সব বিষয়ের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছে। ফাঁসকৃত প্রশ্ন পরীক্ষায় ১০০%  হুবহু কমন আসবে। প্রশ্ন সমাধানসহ দেয়া হচ্ছে৷ যাদের প্রশ্ন লাগবে তারা দ্রুত আমাকে ম্যাসেজ দিন।

এ নিয়ে ইমরুল কায়েস বলেন, সকালে বিষয়টি আমার নজরে আসে। আমি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। সাইবার অপরাধ দমনে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষায়িত ইউনিটে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

তারেক রহমান সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

উপদেষ্টা ফাওজুল কবিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলাপ হলো

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

‘আমার সঙ্গে যারা অবিচার করেছে, আল্লাহ তাদের প্রাপ্য দেবেন’

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

নানকের ভারতে পালিয়ে যাওয়ার খবরে সীমান্তে পাহারা-তল্লাশি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App