×

জাতীয়

শাহবাগে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ: ডিএমপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:৫৩ পিএম

শাহবাগে ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ: ডিএমপি

শাহবাগে পুলিশের অবস্থান। ছবি: ভোরের কাগজ

কোটা বাতিলের দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেয়া আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন।

তিনি বলেন, কোটাবিরোধীরা পুলিশের বাধা ভেঙে শাহবাগে প্রবেশ করেন। এসময় অনেক আন্দোলনকারী উল্লাস প্রকাশ করেন। অনেকে আবার পুলিশের সঙ্গে অশোভন আচরণ করেছেন। তারপরও পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো প্রকার কঠোর অবস্থান নেয়া হয়নি। পুলিশ এক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকালে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, কোটা নিয়ে আদালতের নির্দেশনার পর শিক্ষার্থীদের আন্দোলনের অবকাশ ছিল না। তাই তাদের রাস্তায় না নামতে অনুরোধ করেছিলাম। কিন্তু তারা নেমে পড়লেন। তারপরেও পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। আশা করি আজকেই এটা (আন্দোলন) শেষ হবে। পুলিশ চায় না শিক্ষার্থীদের সঙ্গে কিছু হোক। তাদেরও বোঝা উচিত। তাদেরও দায়িত্বশীল হওয়া উচিত।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল ৫টার পরে শাহবাগ মোড়ে অবস্থান নেন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ তাদের বাধা দেয়, পরে সরে যায়। শিক্ষার্থীদের অবরোধের কারণে এখনো শাহবাগের আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ চতুর্থ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজ যা দেখবেন

যে যুক্তিতে বাড়াতে চাওয়া হচ্ছে প্রবেশের বয়স

সরকারি চাকরি যে যুক্তিতে বাড়াতে চাওয়া হচ্ছে প্রবেশের বয়স

পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য দুই জেলায় যাচ্ছেন তিন উপদেষ্টা

পরিস্থিতি পর্যবেক্ষণে পার্বত্য দুই জেলায় যাচ্ছেন তিন উপদেষ্টা

এত টাকা কীভাবে সরালেন সাবেক এই ভূমিমন্ত্রী!

এত টাকা কীভাবে সরালেন সাবেক এই ভূমিমন্ত্রী!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App