×

জাতীয়

মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:২৮ পিএম

মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর কমার্স কলেজে এক শিক্ষার্থীর হাতে অপর এক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম মো. জুবায়ের। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। শনিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে কমার্স কলেজের পাশেই লাল বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান। তিনি বলেন, কমার্স কলেজের একাদশ শ্রেণির দুই শিক্ষার্থীর দ্বন্দ্বের জেরে এ হত্যার ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয় বিস্তারিত জানার চেষ্টা করছি।

কী কারণে হত্যার ঘটনা ঘটেছে- জানতে চাইলে ওসি বলেন, আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। অভিযুক্ত শিক্ষার্থী রাজিন চৌধুরী পলাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা গেছে, নিহত রাজিন চৌধুরীর বাবার নাম ইকবাল চৌধুরী। তিনি পেশায় একজন আইনজীবী। রাজিনের মা ঢাকার বাইরের একটি কলেজের শিক্ষিকা। 

সহপাঠীর হাতে জুবায়ের হত্যার বিষয় জানতে চাইলে ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ আবু মাসুদ বলেন, হত্যার ঘটনা জানতে পেরেছি। কিন্তু কী কারণে এই হত্যার ঘটনা ঘটেছে সেটা জানতে পারিনি।

তিনি আরো বলেন, ঘটনা জানার পর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের পাঠানো হয়েছে। তবে তারাও এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App