×

জাতীয়

পেঁয়াজের কেজি ১২০ টাকা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১১:০৯ পিএম

পেঁয়াজের কেজি ১২০ টাকা!

পেঁয়াজের কেজি ১২০ টাকা। ছবি: সংগৃহীত

পেঁয়াজের বাজার অস্থির। গত ৮-১০ দিনে দাম বেড়ে পেঁয়াজের কেজি এখন ১২০ টাকা। হঠাৎ পেঁয়াজের এমন ঝাঁজে দিশেহারা ক্রেতারা। হঠাৎ এমন দাম বৃদ্ধিতে আমদানির উদ্যোগ নেয়ার কথা শোনাচ্ছেন ব্যবসায়ীরা। চেষ্টা চলছে ভারতের বিকল্প হিসেবে অন্য কয়েকটি দেশ থেকে পেঁয়াজ  আমদানির। এজন্য ইতোমধ্যে খোলা হয়েছে ঋণপত্রও (এলসি)। চলতি মাসের শেষের দিকে আমদানি করা পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কিছুটা সহনীয় পর্যায়ে আসবে। 

পেঁয়াজ প্রশ্নে ব্যবসায়ীরা আশার কথা শোনালেও বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্যে বাজার পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক কোনো ইঙ্গিত পাওয়া যায় নি। বরং একে অন্যকে কথা বলার পরামর্শ ও কেউ ছুটিতে আছেন বলে এড়িয়ে যান। 

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, উৎপাদনসহ অন্য খরচ হিসাবে খুচরা পর্যায়ে পেঁয়াজের যৌক্তিক দর হতে পারে ৬৫ টাকা। এর আগে গত বৃহস্পতিবার খুচরায় পেঁয়াজের দাম ছিল ৯৫ থেকে ১০৫ টাকা। শনিবার রাজধানীর শান্তিনগর, সেগুনবাগিচা, হাতিরপুল, কারওয়ান বাজারসহ কয়েকটি বাজারে দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। আর দেশি হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১০৫ থেকে ১১০ টাকায়। তবে পাড়া-মহল্লা ও এলাকাভিত্তিক ছোট বাজারে ১২০ টাকার কমে মিলছে না পেঁয়াজ।

টিসিবির শনিবারের বাজারদর অনুযায়ী, ঢাকার বাজারে দেশি ও আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকায়। সংস্থাটি বলছে, এক মাসে দেশি পেঁয়াজের দর ২৭ ও আমদানি করা পেঁয়াজের দর ১৭ শতাংশ বেড়েছে। তবে এক বছরের ব্যবধানে বেড়েছে আরও বেশি। টিসিবি বলছে, এক বছরে দেশি পেঁয়াজের ৪০ ও আমদানি করা পেঁয়াজের ১৩৩ শতাংশ দর বেড়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নিত্যপণ্যের বাজারে একটার পর একটা সমস্যা লেগেই থাকে। এখন সমস্যা পেঁয়াজ-আলুর বাজারে। তবে ডিম আমদানির প্রয়োজন না হলেও পেঁয়াজ আমদানি করতে হয়। পেঁয়াজের বিষয়ে কী উদ্যোগ নেওয়া হচ্ছে, তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। 

দেশে পেঁয়াজের বাজার ব্যবস্থাপনার বিষয়টি দেখভাল করে কৃষি বিপণন অধিদপ্তর। এ বিষয়ে জানতে সংস্থাটির মহাপরিচালক মো. মাসুদ করিমকে ফোন দিলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া গেছে। সংস্থাটির বাজার সংযোগ বিভাগের উপপরিচালক মো. কামরুজ্জামান ছুটিতে থাকায় এবিষয়ে কোন মন্তব্য করেননি। প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক সুলতানা নাসিরা বলেন, ‘পেয়াজের দাম বাড়ছে। এটা সবাই দেখছেন। বাজার তদারকিও চলছে।’

আরো পড়ুন: এনবিআরের রাজস্ব আয় বাড়ল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

দুইবার এগিয়ে গিয়েও মেসিদের ড্র

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চেন্নাই টেস্ট টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় গাজায় আরো ৪৮ ফিলিস্তিনি নিহত

উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ‘অপশনাল’ করার চিন্তা

উচ্চ মাধ্যমিকে আইসিটিকে ‘অপশনাল’ করার চিন্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App