×

জাতীয়

বৃষ্টি কবে কমবে, যা জানাল আবহাওয়া অফিস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৯:৪৭ পিএম

বৃষ্টি কবে কমবে, যা জানাল আবহাওয়া অফিস

ছবি : সংগৃহীত

সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিনও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বর্ধিত পাঁচদিনের শেষদিকে বৃষ্টির প্রবণতা কমতে পারে।

মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে বর্ধিত ৫ দিনের শেষের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরের দুই দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সব বিভাগের আবহাওয়ার অবস্থা অনুরূপ থাকতে পারে। অন্যদিকে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

এদিকে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দর- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরসমূহকে ১ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারি বৃষ্টিপাতের কারণে পার্বত্য জেলার কোথাও কোথাও পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

আরো পড়ুন : বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

চেন্নাই টেস্ট দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

নিউইয়র্কে একান্ত বৈঠক হচ্ছে না মোদি-ইউনূসের

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App