×

জাতীয়

মেয়ের পরিকল্পনায় খুন সাবেক এমপির স্ত্রী, যে সূত্র ধরে রহস্য উন্মোচন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ০৮:৪২ পিএম

মেয়ের পরিকল্পনায় খুন সাবেক এমপির স্ত্রী, যে সূত্র ধরে রহস্য উন্মোচন

মেয়ের পরিকল্পনায় খুন সাবেক এমপির স্ত্রী|| ছবি: সংগৃহীত

নিজ মেয়ের পরিকল্পনায় খুন হয়েছেন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস । এর কারণ হিসেবে লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার জানিয়েছেন তার মেয়ে শামীমা সুবল কুমার রায় নামে এক ইলেক্টিশিয়ানের সঙ্গে পরকীয়ায় আসক্ত ছিলেন। মূলত এতে দেয়ার জেরেই খুন হন সেলিমা খান। হত্যার বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন আসামিরা।

মঙ্গলবার (২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান পিবিআই কর্মকর্তা। চাঞ্চল্যকর এ কিলিং মিশনে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ইলেকট্রিশিয়ান সুবল কুমার রায় (৫০), নিহতের নিজ মেয়ে শামীমা খান মজলিস ওরফে পপি (৫৭) এবং গৃহকর্মী আরতি সরকার (৬০)। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান পিবিআই প্রধান।

পিবিআই প্রধান জানান, হত্যাকারী সুবলের সঙ্গে মেয়ে শামীমার প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় খুন হন সেলিনা খান মজলিস। হত্যার পর আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করেছিলেন আসামিরা। ‘মা ও মেয়ের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে ঝগড়াবিবাদও লেগে থাকতো প্রায় সময়’, যোগ করেন বনজ কুমার মজুমদার।

উল্লেখ্য, ১৩ বছর আগে সাভার দক্ষিণ পাড়া এলাকায় নির্মমভাবে খুন হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষেও মামলার কুলকিনার করতে পারেনি সংস্থাটি। 

পড়ে গত ৩০ মে সাভার থেকে প্রধান হত্যাকারী সুবল কুমার রায়কে গ্রেপ্তার করে পিবিআই। তার দেয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার করা হয় হত্যায় জড়িত আরো দুই আসামিকে, যাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App