×

জাতীয়

আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৯:৫৫ পিএম

আদানির কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু

ছবি : সংগৃহীত

ভারতের ঝাড়খন্ডের গোড্ডার আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আবারো সরবরাহ শুরু হয়েছে। সোমবার একটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।

বাংলাদেশে আদানির জনসংযোগের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান থেকে এ তথ্য জানানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, ভারতের আদানি গ্রুপের কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ আবারো শুরু হয়েছে। সাড়ে সাতশো মেগাওয়াট বিদ্যুৎ দেশের জাতীয় গ্রিডে দেয়া হচ্ছে।

প্রায় এক হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আদানির বিদ্যুৎকেন্দ্রে কয়েকদিন আগে ত্রুটি দেখা দেয়। সেই ত্রুটি সারিয়ে এদিন ভোর পাঁচটার দিকে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। সকাল ১০টার দিকে ৫১০ মেগাওয়াট উৎপাদিত হয় এবং বেলা ১১টার দিকে তা বেড়ে ৭০০ মেগাওয়াটে পার হয়ে যায়। বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটের মধ্যে একটি রক্ষণাবেক্ষণের জন্য আগে থেকেই বন্ধ ছিল। এর মধ্যে দ্বিতীয় ইউনিটে ত্রুটি দেখা দেয়ায় গত শুক্রবার উৎপাদন বন্ধ হয়ে যায়।

আরো পড়ুন : জুনে রেমিট্যান্সে রেকর্ড, ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে। দ্বিতীয় ইউনিটে কারিগরি ত্রুটির কারণে ২৫ জুন থেকে উৎপাদন অর্ধেকে নেমে যায়। ধীরে ধীরে উৎপাদন বাড়ানো হচ্ছিল, কিন্তু শুক্রবার সকাল ৯টা ৪৩ মিনিটে এটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। হঠাৎ এটি বন্ধ হয়ে যাওয়ায় দেশে বিদ্যুৎ সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়। এখন উৎপাদনে ফেরায় সরবরাহ বেড়েছে বিদ্যুতের।

এর আগে ঈদের ছুটির সময় চাহিদা কম থাকায় রক্ষণাবেক্ষণে যায় আদানি বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। এটি ৫ জুলাই উৎপাদনে ফিরতে পারে। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন–সক্ষমতা ৮০০ মেগাওয়াট করে।

আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গড়ে ৭৫০ মেগাওয়াট করে বিদ্যুৎ সরবরাহ শুরু হয় গত বছরের মার্চে। দ্বিতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু হয় জুনে। এর কিছুদিন পর জুনেই ঝড়ের কারণে রহনপুরে সঞ্চালন লাইন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়ে আদানির বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছিল। এরপর ত্রুটি ঠিকঠাক করলে আবার উৎপাদন শুরু হয় কেন্দ্রটির। এতে ওই সময় কয়েক দিন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

পিলখানা হত্যাকাণ্ডে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনঃবহালে দাবি

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

ডোনাল্ড লুর সঙ্গে ভারতীয় কর্মকর্তাদের বৈঠক, যেসব আলোচনা হলো

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

বিশেষভাবে তৈরি গোপন কক্ষ নিয়ে মুখ খুললেন মালা খান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App