শ্রেণিকক্ষে ৭০ শতাংশ উপস্থিতি নিশ্চিত হলে কিশোর গ্যাং কমবে : স্বরাষ্ট্রমন্ত্রী
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৭:৪৩ পিএম
শ্রেণিকক্ষে ৭০ শতাংশ উপস্থিতি কিশোর গ্যাং কমাবে।
দেশের স্কুল-কলেজে ৭০ শতাংশ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা হলে কিশোর গ্যাংসহ সমাজে নানা অপরাধ কমে আসবে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার (১ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এম, আবদুল লতিফের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
আসাদুজ্জামান খান বলেন, সারাদেশে ৭০ শতাংশ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করা হলে কিশোর গ্যাংসহ সমাজে নানা অপরাধ কমে আসবে- এটি বাস্তবতা এবং সত্য কথা। শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা সুনাগরিক হিসেবে মানুষকে গড়ে তোলে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে উপস্থিত থাকলে বিভিন্ন অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে এবং মনোজগতের উন্নতর বিকাশ ঘটবে। ফলশ্রুতিতে কিশোর গ্যাংসহ সমাজে নানা অপরাধ কমে আসবে।
তিনি জানান, প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয় দ্বারা শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিত করার জন্য মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিতির উপর নির্দিষ্ট নম্বর দেয়া, পরপর কয়েকদিন অনুপস্থিত থাকলে জরিমানাসহ বিদ্যালয় পরিত্যাগ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন করার কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন-খেলাধুলা, চিত্রাংকন, বিতর্ক,সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি নিয়মিত আয়োজন করা হয়ে থাকে।
আরো পড়ুন : বিদেশের কারাগারে ১১ হাজার ৪৫০ বাংলাদেশি আটক
তিনি বলেন, অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে তাদের অভিভাবকদের অবগত করা এবং সময় সময় অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়ে থাকে। বছরের প্রথমে শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ, উপবৃত্তি দেয়া, খেলাধুলা, চিত্রাংকন, বিতর্ক,সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি নিয়মিত আয়োজন করা হয়ে থাকে।
কিশোর গ্যাংসহ সমাজে নানা অপরাধ নিবারণের জন্য নানা পদক্ষেপের বিষয়ে মন্ত্রী বলেন, বিপথগামী কিশোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জেলা, উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিপথগামী কিশোরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। কিশোর গ্যাং সদস্যদের পাশাপাশি পৃষ্ঠপোষকতাকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য জেলার সব স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।
এছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনা সিসিটিভির আওতায় আনার পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মিমিটিভি ক্যামেরায় ধারণকরা ভিডিও সংগ্রহ করে পর্যালোচনা করা হয়ে থাকে। কিশোরদের বিদ্যালয়মুখী বা সংস্কৃতিমুখী করতে নানা ধরনের সামাজিক কর্মকাণ্ড নেয়া হচ্ছে বলেও জানান তিনি।