×

জাতীয়

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৫:৪৩ পিএম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, পরিস্থিতি আরো খারাপের আশঙ্কা

ছবি: সংগৃহীত

অতি ভারী বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরে তিস্তা নদীর পানি বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (১ জুলাই) সকাল নয়টার দিকে কাউনিয়া উপজেলার তিস্তা রেলসেতু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে পানি প্রবাহিত হয়। একই দিন সকালে  টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে পানি আরো বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার সকালে রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তার পানি আরো বাড়তে পারে। রবিবার (৩০ জুন) রাতে ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ও সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

ইতোমধ্যে পাহাড়ি ঢলে তিস্তা তীরবর্তী রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। কাউনিয়ার নদীর তীরবর্তী এলাকা বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনসার আলী বলেন, রাতের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি বেড়েই চলেছে। ফলে দ্বিতীয়বারের মতো নিচু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ার আশঙ্কায় আছেন।

গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহেল হাদী বলেন, নদীর পানি আবারো বাড়ছে। পানি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে আবারো পানি উঠতে পারে। কিছুদিন আগেও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App