×

জাতীয়

মতিঝিলে বহুতল ভবনের সামনে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ১২:৩০ পিএম

মতিঝিলে বহুতল ভবনের সামনে আগুন

মতিঝিলে বহুতল ভবনের সামনে আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলে একটি বহুতল ভবনের সামনে বিদ্যুতের তারে আগুন ধরে যায়। দিলকুশা এলাকায় অবস্থিত কৃষি ভবনের ঠিক উল্টো দিকে বুধবার বেলা ১১টা ৫৬ মিনিটের দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ সময় বিদ্যুতের তার পুড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উপরের দিকে উঠতে থাকলে আতঙ্কে আশপাশের সব ভবনের লোকজন রাস্তায় নেমে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে।

ফায়ার সার্ভিস অফিসের ডিউটি অফিসার লিমা খানম ভোরের কাগজকে জানান, খবর পেয়ে ১২টা ২ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিভানো কাজে যোগ দেয়। তাদের ৪ মিনিটের প্রচেষ্টায় ১২টা ৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।কিভাবে আগুন লেগেছে- তা তদন্ত চলছে বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App