×

জাতীয়

বাজেট

অধিবেশন ২ জুন, পেশ ৬ জুন

Icon

এন রায় রাজা

প্রকাশ: ০৯ মে ২০২৪, ০৮:৪১ পিএম

অধিবেশন ২ জুন, পেশ ৬ জুন

ছবি: সংগৃহীত

আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন বসবে এবং ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন। এ নিয়ে সংসদ সচিবালয়ের বাজেট শাখা ও কর্মকর্তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করতে চলেছেন।

বৃহস্পতিবার (৯ মে) সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা ভোরের কাগজকে জানান, আগামী ২ জুন ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন বসবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে। আর ৬ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে। এর আগে সংবিধানের ৭১ (১) এর এ ধারা মতে রাষ্ট্রপতি বাজেট অধিবেশন আহ্বান করবেন।

আরো পড়ুন: রপ্তানি বাণিজ্যকে এগিয়ে নিতে উদ্যোগী মন্ত্রণালয়

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। এদিকে অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App