×

জাতীয়

বজ্রপাতে আট জেলায় ১১ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৪, ০৭:৫২ এএম

বজ্রপাতে আট জেলায় ১১ জনের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে মাদারীপুর, শরীয়তপুর ও গোপালগঞ্জে দুইজন করে এবং সিলেট, হবিগঞ্জ, ঝিনাইদহ, বরগুনা ও ফরিদপুরে বজ্রপাতে একজন করে মারা গেছেন।

মাদারীপুর: মাদারীপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলা ও কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- জেলা শহরের আজমেরী মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের শিমুলবাড়ি গ্রামের নগেন বল্লভের ছেলে সঞ্জিব বল্লভ (৩৫) এবং কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামের শ্রবণ প্রতিবন্ধী জসিম হোসেন (২০)।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই একজনের মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন।

শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যুর খবর জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন- জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়া আহমেদ মাঝিকান্দি গ্রামের আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) এবং ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)।

গোপালগঞ্জ: কাশিয়ানী ও কোটালীপাড়া উপজেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার হাতিয়ারা ইউনিয়নের পাথরগ্রামে এবং কোটালীপাড়া উপজেলার আমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার বটিয়াঘাটার ধান কাটা শ্রমিক সুকান্ত (৫২) এবং কোটালীপাড়া উপজেলার আমতলী গ্রামে কাশেম আলী শেখের ছেলে কৃষক আলমগীর শেখ (৫৫)।

সিলেট: সিলেটের কানাইঘাট উপজেলায় মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দীঘিরপার পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে জানান কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

নিহত মোহাম্মদ মাহতাব উদ্দিন (৪৫) উপজেলার দর্পণগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে। তিনি ওমান প্রবাসী ছিলেন।

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলায় বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কামালদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ালিদ হাসান মামুন।

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।সোমবার সকালে উপজেলায় সাতপাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বাহুবল থানার ওসি মো. মশিউর রহমান।

নিহত দানিছ মিয়া (৫৫) ওই গ্রামের রহিম উল্লাহর ছেলে এবং উপজেলার চলিতাতলা মাদরাসার শিক্ষক ছিলেন।

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষক মারা গেছেন।

সোমবার সন্ধ্যার পর উপজেলার দক্ষিণ শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি মো. শাহিন উদ্দিন। নিহত হাশেম আলি (৪৫) ওই গ্রামে আরাফাত হোসেনের ছেলে।

বরগুনা: আমতলী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব কুকুয়া গ্রামে সোমবার রাত পৌনে ৮টায় এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ আব্দুল্লাহ (১৫) ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। সন্ধ্যায় মাছ ধরার জন্য বাড়ির পাশে বিলে যায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা গিয়ে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App