×

জাতীয়

প্রীতিলতা ওয়াদ্দাদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম ছেড়েছেন প্রণব মুখার্জি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৮, ০২:৩৫ পিএম

প্রীতিলতা ওয়াদ্দাদারের প্রতি শ্রদ্ধা জানিয়ে চট্টগ্রাম ছেড়েছেন প্রণব মুখার্জি
বৃটিশ সৈন্যদের হাতে ধরা পড়ার আগে আত্মাহুতি দেয়া বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দাদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এসময় নগরীর পাহাড়তলীতে বৃটিশদের তৈরি তৎকালীন ইউরোপিয়ান ক্লাব যেটিতে প্রীতিলতার দল আক্রমণ করেছিলেন সেটি পরিদর্শন শেষে চট্টগ্রাম ছেড়েছেন তিনি। এর আগে নগরীর দামপাড়া পুলিশ লাইনে বৃটিশ পুলিশের অস্ত্রাগার হিসেবে ব্যবহৃত দুটি স্থাপনা পরিদর্শন করেন প্রণব মুখার্জি। অগ্নিযুগের বিপ্লবী সূর্যসেনের নেতৃত্বে স্বাধীনতাকামী বিপ্লবীরা এই অস্ত্রাগার লুট করেছিলেন। বুধবার সকাল সাড়ে ১০টায় নগরীর হোটেল রেডিসন ব্লু বে ভিউ থেকে দামপাড়া পুলিশ লাইনে যান প্রণব মুখার্জি। এসময় সিএমপি কমিশনার মো.ইকবাল বাহারসহ উর্দ্ধতন কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। নগর পুলিশের সহকারী কমিশনার দেবদূত মজুমদার অস্ত্রাগারের ইতিহাস প্রণব মুখার্জির সামনে তুলে ধরেন। অস্ত্রাগার পরিদর্শন শেষে প্রণব মুখার্জি যান নগরীর পাহাড়তলীতে সেই ইউরোপিয়ান ক্লাবে। দীর্ঘসময় রেলওয়ের কার্যালয় হিসেবে ব্যবহৃত হওয়া এই স্থাপনা থেকে সম্প্রতি সেই কার্যালয় সরিয়ে নেওয়া হয়েছে। বসানো হয়েছে প্রীতিলতার আত্মাহুতির ইতিহাসসম্বলিত ইউরোপিয়ান ক্লাবে প্রণব মুখার্জিকে ফুল দিয়ে বরণ করেন সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারাও ছিলেন। প্রণব মুখার্জি ‍নান্দনিক স্থাপত্যে নির্মিত কাঠের কাঠামোর সেই ক্লাবটি ঘুরে ঘুরে দেখেন। কাঠের পাটাতনের নিচে বৃটিশ সৈন্যদের অস্ত্র রাখার জায়গাটি এসময় তাঁকে দেখানো হয়। এরপর প্রণব মুখার্জি সেখানে প্রীতিলতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বেলা ১২টার দিকে তাঁকে নিয়ে গাড়িবহর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়েন ভারতের ইতিহাসে একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সঙ্গে ছিলেন মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও। প্রণব মুখার্জি ইউরোপিয়ান ক্লাবে পৌঁছানোর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, ইউরোপিয়ান ক্লাবকে জাদুঘর হিসেবে গড়ে তোলা হবে। এছাড়া রাউজানে চুয়েট পর্যন্ত রেললাইন নির্মাণের পর সেখানে যে স্টেশন হবে সেটা সূর্যসেনের নামে নামকরণ হবে। ১৪ জানুয়ারি বিকেলে ঢাকায় পৌঁছান প্রণব মুখার্জি। মঙ্গলবার সকালে চট্টগ্রামে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রী প্রদান অনুষ্ঠানে যোগ দেন। এরপর অগ্নিযুগের বিপ্লবী সূর্যসেনের স্মৃতি দেখতে রাউজানে যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App