×

জাতীয়

শনিবার ঢাকায় ষষ্ঠ উদ্যোক্তা মহাসম্মেলন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৪, ০৩:৫২ পিএম

শনিবার ঢাকায় ষষ্ঠ উদ্যোক্তা মহাসম্মেলন

ছবি: সংগৃহীত

বাংলাদেশের উদ্যোক্তা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন প্রশিক্ষণ কার্যক্রম ‘নিজের বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ৬৪ জেলা ও ১৮ টি দেশ থেকে ২০০০ তরুণ উদ্যোক্তাদের নিয়ে আগামী ৪ই মে ২০২৪ অনুষ্ঠিত হবে ‘উদ্যোক্তা মহাসম্মেলন’ ও ‘৬৪ জেলার বিখ্যাত খাবার ও পণ্য মেলা’। এই উদ্যোক্তাদের সবাই ইকমার্স বা এফকমার্স মাধ্যমে ব্যবসা করে।  

‘নিজের বলার মতো একটা গল্প’ উদ্যোক্তা হওয়ার যাবতীয় প্রশিক্ষণ, দক্ষতা ও মূল্যবোধ সংক্রান্ত অনলাইন কর্মশালার প্লাটফর্ম – উদ্যোক্তা তৈরির কারখানা। এটা বাংলাদেশের একমাত্র প্লাটফর্ম যেখানে প্রতি দিন বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হয়। 

বাংলাদেশের ৬৪ জেলা, ৪৯২ টি উপজেলা ও ৫০টি দেশের প্রবাসী বাংলাদেশিসহ মোট সাড়ে ১২ লাখের বেশী তরুণ-তরুণীদেরকে ২৬টি ব্যাচের মাধ্যমে টানা ৯০ দিন করে বিনামূল্যে অর্থাৎ কোন ফি ছাড়া উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়েছে এই প্লাটফর্ম থেকে। প্রতি সপ্তাহে সারা দেশে ও বিদেশে প্রায় ৪৯০০ মিটআপের মধ্য দিয়ে চলছে অনলাইন/অফলাইন কার্যক্রমও।

‘চাকরি করবো না চাকরি দেব’ এই ব্রত সামনে রেখে গত ২৩০০ দিন ধরে একদিনের জন্যও আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা বন্ধ ছিল না। এটা সারা বিশ্বে একটি ইতিহাস – এত লম্বা এবং টানা ৯০ দিন এবং টানা ২৩০০ দিন কোন প্রশিক্ষণ কর্মশালা পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। ইতিমধ্যে এই প্লাটফর্ম থেকে আমাদের লক্ষাধিক উদ্যোক্তা হয়েছেন এবং গত সাড়ে ৬ বছরে বদলে গেছে এই ১২,৫০,০০০ তরুণ-তরুণীদের জীবন, এখন যারা এক একজন দক্ষ,পজিটিভ ও ভালোমানুষ।

৯০ দিন ধরে শেখা, পার্টনার পাওয়ার সুযোগ, ব্যবসা করা, কেনাবেচার সুযোগ, ভলান্টিয়ারিং, সামাজিক কাজ এবং ভালোমানুষি চর্চা সব একসাথে সুযোগ রয়েছে এই অনলাইন প্লাটফর্মে। আমাদের লক্ষ্য আগামী ৩ বছরের মধ্যে ১০ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০,০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে।

আগামী ৪ই মে ২০২৪ এই উদ্যোক্তা মহাসম্মেলন টি দিন ব্যাপী অনুষ্ঠিত হবে কেআইবি অডিটোরিয়াম, ফার্মগেট যেখানে সকাল ১০.৩০ টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে দিন ব্যাপী উদ্যোক্তা মহাসম্মেলন ও মেলা চলবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মো. তাজুল ইসলাম, মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি থাকবেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন, মাননীয় সংসদ সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App