×

জাতীয়

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৬ পিএম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে জ্বালানি তেলের দাম ফের বাড়িয়েছে সরকার। এই মূল্য ১ মে থেকে কার্যকর হবে। 

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত মার্চ হতে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। এরই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য ১০৬ টাকা/লিটার হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৭ টাকা/লিটার, পেট্রোলের বিদ্যমান মূল্য ১২২ টাকা/লিটার হতে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৪.৫০ টাকা/লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১২৬.০০ টাকা/লিটার হতে ২.৫০ টাকা বৃদ্ধি করে ১২৮.৫০ টাকা/লিটারে নির্ধারণ করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App