×

জাতীয়

পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) থেকে

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৪, ০৪:৩১ পিএম

পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে

ছবি: ভোরের কাগজ

সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের পাতার কোন জায়গা থেকে সুতা তৈরি হয় তা দেখলাম। এই সুতা দিয়ে কীভাবে সিল্কের শাড়ি তৈরি করা হচ্ছে সেটাও দেখেছি। আমরা আশা করি আগামী দিনে পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে। এই কাজের জন্য আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে।   

মঙ্গলবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে মানিকগঞ্জ পৌরসভার চর বেউথা এলাকায় পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।

এ সময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু,  সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App