×

জাতীয়

তাপদাহে অনির্দিষ্ট সময়ের জন্য অনলাইন ক্লাসে গেল ঢাবি

Icon

ঢাবি প্রতিনিধি:

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৪, ০২:২২ পিএম

তাপদাহে অনির্দিষ্ট সময়ের জন্য অনলাইন ক্লাসে গেল ঢাবি

ছবি: সংগৃহীত

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের (হিট ওয়েভ) কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রবিবার (২১ এপ্রিল) দুপুরে জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। ক্লাস অনলাইনে হলেও পরীক্ষাসমূহ যথারীতি চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বর্তমানে প্রচলিত ১০% অনলাইন ক্লাসের পরিবর্তে শতভাগ অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে। এছাড়াও কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে চলতে পরমার্শ দেয়া হয়। 

পরামর্শগুলো হলো: 

  • সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরিধান করা
  • যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা
  • বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা
  • বিশুদ্ধ পানি পান করা
  • প্রয়োজনে লবনযুক্ত তরল যেমন-খাবার স্যালাইন ইত্যাদি পান করা
  • তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন- চা ও কফি পান থেকে বিরত থাকা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App