×

জাতীয়

তথ্য প্রতিমন্ত্রী

অনিবন্ধিত সব অনলাইন বন্ধ হচ্ছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ পিএম

অনিবন্ধিত সব অনলাইন বন্ধ হচ্ছে

ছবি: সংগৃহীত

নিবন্ধন ছাড়া সব অনলাইন নিউজপোর্টাল ও বিভিন্ন সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণ বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

শনিবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন প্রতিমন্ত্রী । এতে উপস্থিত ছিলেন ডিআরইউর সভাপতি শুক্কুর আলী শুভ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা ।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে প্রতিষ্ঠিত গণমাধ্যমের ২১৩টি অনলাইন আছে আর রেজিস্টার্ড অনলাইন আছে ২১৩টি। অর্থাৎ মোট ৪২৬ অনলাইন আছে। এর বাইরে দরখাস্ত করেছে এমন, প্রক্রিয়াধীন আছে, সবগুলোর তালিকা করতে বলা হয়েছে। এর বাইরে যত অনলাইন নিউজ পোর্টাল আছে, সেগুলো আপনাদের দাবি ছিলো সব বন্ধ করে দেয়া। সেগুলো আমরা সব বন্ধ করে দেব। দরখাস্ত করলে নিবন্ধন পাওয়ার আগ পর্যন্ত খোলা থাকবে, নিবন্ধন না পেলে আবার বন্ধ করে দেয়া হবে।’

নিজের ১০০ দিনের কাজ প্রসঙ্গে আরাফাত বলেন, ‘বড় রকমের সফলতা দাবি করার জন্য ১০০ ‍দিন খুবই অল্প সময়। অনেক কাজ এগিয়েছে, সকল কাজ যখন প্রক্রিয়াধীন, সেটাকে প্রকাশ করা যায় না। ফলাফলটা যখন আসবে তখন প্রকাশ করা যাবে।’

তথ্য অধিকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্র পরিচালনায় যারা আছেন তাদের অনেকের তথ্য সরবরাহে কিছুটা অনীহা আছে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একটা বার্তা দিয়েছি, প্রশাসনের বিভিন্ন স্তরে। তথ্য যদি চাওয়া হয়, তথ্য দিতে হবে। আমরা যারা প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্বরত আছি, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি, কাজ করছি জনগণের পক্ষে। জনগণের যেসব তথ্য পাওয়ার অধিকার আছে, এই তথ্য দেয়ার বিষয়টি আমাদের ক্ষেত্রেও বাধ্যতামূলক।’

তবে কিছু কিছু ক্ষেত্রে তথ্যে অপপ্রয়োগ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান সময়ে অনেক বেশি অপতথ্য বেড়ে চলেছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অপতথ্যে বিস্তার ঘটছে। এই অপতথ্য বিস্তারকে কেন্দ্র করেই সমাজকে সবচেয়ে বেশি বিপদে ফেলছে। তথ্যের অবাধ ব্যবহার যেন সমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে আমরা সেভাবে কাজ করছি। আমরা একটা নিয়ম নীতির মধ্যে এটিকে নিয়ে আসতে চাইছি। যাতে অপতথ্যের বিস্তার না ঘটে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App