×

জাতীয়

দেশের প্রথম পতাকার অন্যতম নকশাকারের প্রতি এফবিসিসিআইয়ের শ্রদ্ধা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পিএম

দেশের প্রথম পতাকার অন্যতম নকশাকারের প্রতি এফবিসিসিআইয়ের শ্রদ্ধা

ছবি: ভোরের কাগজ

বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। 

শনিবার (২০ এপ্রিল) কেন্দ্রীয় শহিদ মিনারে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী।

এ সময় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা হলেন জাতির শ্রেষ্ঠ সন্তান। একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের ত্যাগ ও অবদান অনন্য। বাংলাদেশের পতাকার নকশা তৈরির মাধ্যমে শিবনারায়ণ দাস আমাদের মুক্তি সংগ্রাম, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়াকে ত্বরান্বিত করাসহ বিশ্বের কাছে বাঙালি জাতির পরিচয়কে তুলে ধরতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

উল্লেখ্য, শিবনারায়ণ দাস শুক্রবার (১৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App