×

জাতীয়

মাদক গডফাদারের তালিকায় বদির ২ ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৩৭ পিএম

মাদক গডফাদারের তালিকায় বদির ২ ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

ছবি: সংগৃহীত

মাদক গডফাদারের তালিকায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি। গত দুই বছর অনুসন্ধান করে মাদক কারবারে জড়িত ১২২ জনকে গ্রেপ্তারের পর ১০ জন গডফাদারকে চিহ্নিত করেছে সংস্থাটি। বুধবার (১৭ এপ্রিল) সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, মাদক কারবারে জড়িত ১২২ জনকে গ্রেপ্তারের পর আন্ডারওয়ার্ল্ডে ডন হিসেবে পরিচিত ১০ জনের নাম পেয়েছেন তারা। যারা এর আগে কখনো আইন-শৃঙ্খলাবাহিনীর নজরেই ছিলেন না। মাদকের কারবার করে তাদের উপার্জন ছিলো ২শ কোটি টাকার মতো।

এরমধ্যে মাদক আন্ডারওয়ার্ল্ডে পরিচিত কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বদির পরিবারেরও সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় সিআইডি। মাদক মামলার মানিলন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের নাম পায় তারা। সব সাক্ষ্যপ্রমাণ পেলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, মাদক বিক্রির টাকা কারবারিরা আত্মীয়স্বজনের নামে অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করে থাকে। তাই হঠাৎ ফুলে ফেঁপে উঠা সাধারণ মানুষের দিকেও নজরদারি রাখছে সিআইডি।

তিনি বলেন, মাদক মামলার মানি লন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে আব্দুর রহমান বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের সংশ্লিষ্টতা পেয়েছি। এখন পর্যন্ত আমরা ওই পরিবারের অবৈধভাবে অর্জিত ৬ দশমিক ৯ একর সম্পত্তি শনাক্ত করেছি। আরো সম্পত্তির সন্ধান পাওয়া যাচ্ছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে। বদির বিরুদ্ধেও যদি আমরা সাক্ষ্য-প্রমাণ পাই, তাহলে ছাড় দেয়া হবে না। যার বিরুদ্ধেই তথ্য-প্রমাণ পাবো, তাকেই ধরা হবে।

এক প্রশ্নের জবাবে সিআইডি প্রধান বলেন, পর্যায়ক্রমে মাদকের সব গডফাদারকে আইনের আওতায় আনা হবে। মাদক ব্যবসায় যারা অবৈধভাবে সম্পদ ও অর্থ-বিত্তের মালিক হয়েছে, তাদের অবৈধ সম্পদ আইনি প্রক্রিয়ায় সরকারি কোষাগারে চলে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কক্সবাজারে পর্যায়ক্রমে মাদকের সব গডফাদারদের আইনের আওতায় আনা হবে। দেশ প্রেমিক নাগরিকদের প্রতি মাদক গড ফাদারদের তথ্য সিআইডিকে প্রদান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App