×

জাতীয়

বঙ্গবাজারের ব্যবসায়ী

আমাগো সব শেষ, দোকানের মালও লুট হয়ে গেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ০১:০৪ পিএম

আমাগো সব শেষ, দোকানের মালও লুট হয়ে গেছে

ছবি: সংগৃহীত

পূর্ব নোটিশ ছাড়াই বঙ্গবাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং দোকানের মালামাল লুট হওয়ার অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এখন পর্যন্ত কোনো সহায়তা বা আর্থিক অনুদান দেয়া হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে বঙ্গবাজারে উপস্থিত হয়ে ব্যবসায়ীরা এসব অভিযোগ করেন।

বঙ্গবাজারের মনির হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা তো পথের ফকির হয়ে গেছি। আমাগো সব শেষ। আগুনের ঘটনার পর গত এক বছরে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা করেছিলাম সেটাও শেষ হয়ে গেছে। চাঁদ রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলাম। পরে গতকাল (সোমবার) শুনেছি হঠাৎ করে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এরপর আবার শুনলাম যে, মালামাল সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়েছে। আজকে দেশের বাড়ি থেকে এসে দেখি কিছুই নাই। দোকানের সবকিছু লুট হয়ে গেছে। আপনারা তাকিয়ে দেখেন চারপাশে কোনো কিছুই নাই। আমাদের বেঁচে থাকার কোনো অবলম্বন রইল না। পরিবার-পরিজন নিয়ে এখন কি করব তা ভেবে পাচ্ছি না।’

প্রায় ৩০ বছর ধরে বঙ্গবাজারে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন জামাল হোসেন জানান, ‘কোনো ধরনের নোটিশ ছাড়াই সবকিছু ভেঙে দেয়া হয়েছে। আমরা এখন কোথায় যাব, কী করব কোনো কিছুই বলতে পারছি না। আগুনের ঘটনার একবছর পার হয়ে গেছে তবু আমাদের কোনো সহায়তা দেয়া হয়নি। আগুন লাগার পরে শুনেছি প্রধানমন্ত্রীসহ অনেক জায়গা থেকে সহায়তা করা হয়েছে। কিন্তু ক্ষতিপূরণের কোনো টাকাই আমরা পাইনি। এই আর্থিক অনুদান যদি আমাদেরকে না দেয়া হয় তাহলে ঘুরে দাঁড়াতে পারবো না, সব শেষ হয়ে যাবে।’

আরো পড়ুন: ঢাকাসহ ৪ বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

তবে আগে থেকেই উচ্ছেদের ব্যাপারে নোটিশ দেয়া হয়েছিলো এবং কোনো ধরনের মালামাল লুটের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন উচ্ছেদের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি এনডিই কোম্পানির ভেকু চালক রাজন মিয়া। তিনি বলেন, মালামাল লুটের কোনো ঘটনা ঘটেনি। আমরা আগে থেকেই এখানে নোটিশ দিয়েছি। বড় সাইনবোর্ড দেয়া হয়েছিলো। সে অনুযায়ী উচ্ছেদ করে জায়গা পরিষ্কার করা হচ্ছে।

এসময় সেখানে উপস্থিত ব্যবসায়ীরা এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভেকু চালকের সঙ্গে তর্কে জড়ান।

তবে বিষয়টি নিয়ে আরো স্পষ্ট বক্তব্যের জন্য এনডিই কোম্পানির দায়িত্বশীল কাউকে সেখানে খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বঙ্গবাজারে বহুতল নতুন ভবন নির্মাণের জন্য ২য় দিনের মতো উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এসময় অস্থায়ী দোকান ও বাঁশের কাঠামো ভেঙে গুঁড়িয়ে দিতে দেখা যায়। 

মূলত, বঙ্গবাজারে নতুন করে মার্কেট করার লক্ষ্যে এসব অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App