×

জাতীয়

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস

ছবি: সংগৃহীত

আগামী ৭২ ঘণ্টায় দিন ও রাতে গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভ্যাপসা গরমে ঈদ ও পরবর্তী দিনগুলো কাটবে। তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর পরিবেশ বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যায় দেয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরো পড়ুন: ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির আভাস

এ অবস্থায় ঈদের দিন সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া পাবনা, চট্টগ্রাম, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবান এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।  

পরবর্তী ৪৮ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App