×

জাতীয়

জল্লাদ শাহজাহানের জরুরি সংবাদ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৪, ০৭:২৩ পিএম

জল্লাদ শাহজাহানের জরুরি সংবাদ সম্মেলন

জল্লাদ শাহজাহান। ছবি: ভোরের কাগজ

চার দশক কারাভোগ শেষে মুক্তি পাওয়া দেশের প্রধান জল্লাদ শাহজাহান জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। দেশের শীর্ষ পাবলিক রিলেশনস এজেন্সি টাইমস পিআর-এর উদ্যোগে বিশেষ সংবাদ সম্মেলনটি সোমবার (১ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে অনুষ্ঠিত হবে। 

প্রথমবারের মত আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের মুখোমুখি হবেন জল্লাদ শাহজাহান। এ সময় তার আইনজীবী ওসমান গনী উপস্থিত থাকবেন। 

জানা গেছে, ৪৪ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর থেকেই নানান প্রতিবন্ধকটার মুখোমুখি হচ্ছেন জল্লাদ শাহজাহান। অনেক কিছু বুঝে উঠতে তাকে বেগ পেতে হচ্ছে। 

নিজের থাকার জায়গা নেই, কর্মসংস্থান নেই, পরিবারের লোক নেই, অর্থের যোগানদাতা নেই। তাই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিত্তবানদের কাছে থাকার জায়গা, অর্থনৈতিক সহযোগিতা ও কর্মসংস্থান চাইবেন। 

এদিকে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে একটি বিয়ে করলেও সেখানে তিনি প্রতারিত হয়েছেন বলে দাবি করেছেন। স্ত্রী তার নামে যৌতুকের মামলা করেছেন এবং আজ (রবিবার) তিনিও স্ত্রীর নামে পাল্টা মামলা করেছেন। 

এই সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে ভোরের কাগজকে নিশ্চিত করেছেন জল্লাদ শাহজাহান। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App