×

জাতীয়

‘সবকিছু পুইড়া যাকগা, আমার মা তো আছে’ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম

‘সবকিছু পুইড়া যাকগা, আমার মা তো আছে’ (ভিডিও)

রাজধানীর কড়াইল বস্তিতে গত রবিবার আগুল লাগে প্রায় ২ শতাধিক ঘর পুড়ে যায়। এ ছাড়া আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে শতাধিক ঘর ভেঙে ফেলা হয়। আর সে আগুনের ক্ষতিগ্রস্ত এক শিশুর আবেগ মিশ্রিত, একইসঙ্গে বাস্তবসম্মত কথা ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়- আগুন লাগার পর মাথায় বোঝাসহ একটি মেয়ে শিশুকে। সাংবাদিকদের সে জানায় আগুনে তারা ক্ষতিগ্রস্ত হলেও তার মা বেঁচে আছেন।

শিশুটি বলেন, ‘আমার মা বাঁচছে এইটাই বেশি।’ এ সময় তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এর কারণ জানতে চাইলে সে বলে, ‘হাসব না, আমার মা যে বাইচ্যা আছে এটাই বেশি। সবকিছু পুইড়া যাকগা, আমার মা তো আছে।’

শিশুটির এমন কথা ভিডিও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। তারা প্রশংসা করছেন শিশুটির।


এরপরই কঠিন বাস্তব কথা উচ্চারিত হয় শিশুটির কণ্ঠে। সে বলে, ‘মানুষ থাকলেই তো কামাই করতে পারব, মানুষ না থাকলে কী ওইব? বাইচ্যা থাকলে তো সবকিছু করা যাইব।’

উল্লেখ্য, রবিবার বিকেল ৪টার দিকে রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App